0
কোনদিন কেউ ভালবেসেছিল?
না, কেউ ভালবাসেনি।
যদি ভালবাসত, জানত ভালবাসা কি জিনিস।
যেহেতু জানেনি তাই কেউ ভালবাসেনি।
আমি কবে ভালবাসব? কবে জানব ভালবাসা কি জিনিস?
যদি জানতে পারি ভালবাসা কি জিনিস বলব, আমি আর আমি নেই হয়ে গেছি অন্য এক আমি যে আমির কোন নাম নেই।

0