ভালোবাসা কবিতা

play icon Listen to this article
0

ভালোবাসা শব্দটাকে ভালবাসতে হয়।
ভালোবাসা শব্দটাকে অন্তরে রাখতে হয়।
ভালোবাসা শব্দটাকে ছড়িয়ে দিতে হয়।

ভালোবাসার কোনো বিকল্প হয়নি আজও অব্দি বিশ্বে,
ভালোবাসা দিয়ে জয় করা যায়নি এমনও কিছু নেই এ জগতে।

যেখানে যত ভালোবাসা আছে সব ধরে রাখো এ হৃদয়ে,
ভালোবাসাকে লালন করো ভালোবাসার সাম্রাজ্য প্রসারিত করো দেশ বিদেশে।

ভালোবাসাকে মাপা যায় না,
ভালোবাসাকে অনুভব করতে হয় অন্তঃকরণ থেকে।

ভালোবাসা শব্দটা ছোট নয় অতি বৃহৎ,
ভালোবাসা শব্দটা ঠুনকো নয় অতি মজবুত।
ভালোবাসার পরিবর্তন অসম্ভব পরিবর্ধন সম্ভব।
ভালোবাসাকে ধ্বংস করাও যায় না,
ভালোবাসা অবিনশ্বর।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বেলা ১২টা, বারুইপুর।
১৮ই এপ্রিল, ২০২৩

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply