ভালোবাসা কবিতা

0

ভালোবাসা শব্দটাকে ভালবাসতে হয়।
ভালোবাসা শব্দটাকে অন্তরে রাখতে হয়।
ভালোবাসা শব্দটাকে ছড়িয়ে দিতে হয়।

ভালোবাসার কোনো বিকল্প হয়নি আজও অব্দি বিশ্বে,
ভালোবাসা দিয়ে জয় করা যায়নি এমনও কিছু নেই এ জগতে।

যেখানে যত ভালোবাসা আছে সব ধরে রাখো এ হৃদয়ে,
ভালোবাসাকে লালন করো ভালোবাসার সাম্রাজ্য প্রসারিত করো দেশ বিদেশে।

ভালোবাসাকে মাপা যায় না,
ভালোবাসাকে অনুভব করতে হয় অন্তঃকরণ থেকে।

ভালোবাসা শব্দটা ছোট নয় অতি বৃহৎ,
ভালোবাসা শব্দটা ঠুনকো নয় অতি মজবুত।
ভালোবাসার পরিবর্তন অসম্ভব পরিবর্ধন সম্ভব।
ভালোবাসাকে ধ্বংস করাও যায় না,
ভালোবাসা অবিনশ্বর।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বেলা ১২টা, বারুইপুর।
১৮ই এপ্রিল, ২০২৩

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply