তোমার কাছে আমি রয়ে গেলাম চির অচেনা
হয়ে উঠে নি আজও চেনা
সেদিন বলেছিলে তোমার পাশেও নাকি আমি বড্ড বেমানান
সেদিনও আমি বলিনি কিছু
ডাকিনি তোমাকে আর পিছু
সেদিন তুমি হারিয়ে গেলে দূরের অচিন পথে,
খুঁজেছিলাম তোমায় তবুও পাইনি আমি খুঁজে
আমার ভেজা চোখে ,এড়িয়ে গিয়েছিলে কোনমতে,
মিশে গিয়েছিলে তারার আঁধার রাতে,
খুঁজে পাইনি সেদিন তোমায় সাদা মেঘের ভীরে?
করেছিলে আমাকে অবজ্ঞা,
তোমার সুখের ঘরে বারণ ছিলো আমার ফেরা
বৃষ্টি হয়ে যদি নামি তোমার চোখের কোণে
পারবে কি আমায় চিনে নিতে
নাকি রেখেদিবে তোমার সেই অবহেলাতে
যদি কখনো তোমাকে হারানোর ভয়ে হয়ে যাই জড়োসড়ো,
আমার এ ভয় ভাঙ্গাবে কি কখনো
স্বপ্ন হয়ে আসবে কি আমার ঘুমের মাঝে ,
হাতটা কি বাড়িয়ে দিবে তুমি ?
নাকি আমাকে আরো বেশি অবহেলা করবে ।
আজকাল আর তোমার অবহেলা সহ্য করে পারি না
তোমাকে একটু দেখতে চাইলেও আর দেখতে পারিনা।
আজ আর পারিনা চিৎকার করে বলতে ভালোবাসি তোমাকে
খুব ইচ্ছে করে বর্ষার ঝুম রাতে বৃষ্টিতে ভিজব তোমার সাথে
পিচ ঢালা রাস্তায় হাঁটবো তোমার হাতটা আলতো করে ধরে ।
হঠাৎ আমি বৃষ্টি ভেজা খোলা চুলে,খালি পায়ে,মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলব ভীষণ ভালবাসি তোমাকে ।
আরো পড়ুন-
- গর্ভাবস্থায় ডাবের পানির উপকারিতা
- টাকা নিয়ে কৌতুক
- ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
- ফ্রিল্যান্স আর্টিকেল রাইটিং
- কিশমিশের অপকারিতা
খুব ভালো
অনেক চমৎকার লেখা।বেশ মন কাড়ল।
ভালো লিখেছেন কবি