0
ভাল থেকো ফুল, ভাল থেকো পাখি, ভাল থেকো নদীর ঢেউ, ভাল থেকো আকাশের তারা, ভাল থেকো দূর পাহাড়ের বন।সবচেয়ে বেশি ভাল থেকো আমার প্রিয়া সুরঞ্জনা যাকে আমি অনেক বেশি ভালবাসি।
সুরঞ্জনা তুমি যদি ভাল না থাক আমি কি ভাল থাকব? কাজেই তুমি সবচেয়ে বেশি ভাল থেকো। সুরঞ্জনা তুমি মনে রেখো তোমাকে যদি একদিন আমি না দেখি আমি কি বাঁচব? কাজেই তুমি সবচেয়ে বেশি ভাল থাকার চেষ্টা কোরো।
সুরঞ্জনা, তোমার জীবনই আমার জীবন -এ কথা মনে রেখো আর ভাল থাকার চেষ্টা কোরো।
0