ভাল থেকো

play icon Listen to this article
0

ভাল থেকো ফুল, ভাল থেকো পাখি, ভাল থেকো নদীর ঢেউ, ভাল থেকো আকাশের তারা, ভাল থেকো দূর পাহাড়ের বন।সবচেয়ে বেশি ভাল থেকো আমার প্রিয়া সুরঞ্জনা যাকে আমি অনেক বেশি ভালবাসি।

সুরঞ্জনা তুমি যদি ভাল না থাক আমি কি ভাল থাকব? কাজেই তুমি সবচেয়ে বেশি ভাল থেকো। সুরঞ্জনা তুমি মনে রেখো তোমাকে যদি একদিন আমি না দেখি আমি কি বাঁচব? কাজেই তুমি সবচেয়ে বেশি ভাল থাকার চেষ্টা কোরো।

সুরঞ্জনা, তোমার জীবনই আমার জীবন -এ কথা মনে রেখো আর ভাল থাকার চেষ্টা কোরো।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

চোরাবালি

দিন মাস বছর জীবন জুড়ে শতাব্দী নাম নেই! কতো বড়াই –করছো মানব ভাবছো তুমি সেই। খুব সহজেই—-হারিয়ে যায় কতো রঙিন

অন্তিম যাত্রা

ধূসর ধরায় মানব মাঝে কেবল দুলকি খেলা, চিরকর্মার অসীম কৃপায় নিত্য কাটে বেলা। স্বপ্নের ঘোরে জগত মাঝে আছো দেখো ভেবে

ভাগ্যের চাঁদ ফিকে

অসাড় জাতি ভাগ্যের জোরে নির্ভর করে চলে, বলছে জাতি লিখন আছে পাবো সময় হলে। এমন জাতি আঁধার ঘুচে আলোর দেখা

Leave a Reply