0
ভিখারীর চোখের ভাষা যদি কেউ বুঝত তাহলে সে কি করত?
ভিখারীকে ভিক্ষা দিত।
ভিখারীকে কি কেউ ভিক্ষা দেয়?
না।
কেন?
কেউ তার চোখের ভাষা বোঝেনা।
ভিখারকে যদি ভিক্ষা দিত তাহলে কি হত?
ভিখারীর মনে কোন দুঃখ থাকতনা, সে হত পৃথিবীর রাজা।
এমন একটি দিন কি আসবে যেদিন ভিখারী সত্যিই পৃথিবীর রাজা?

0