ভিনিসিয়াস টোবিয়াস, একজন ব্রাজিলিয়ান ফুটবলার, খেলেন রাইট ব্যাক পজিশনে যেই পজিশনে ব্রাজিল দলে অতীতে কাফু, ড্যানি আলভেসের মতো কিংবদন্তিরা খেলতেন। তোবিয়াস মূলত ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্কে খেলেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে তাকে দেখা গিয়েছে এর কারণ, তিনি ধারে রিয়াল মাদ্রিদে খেলতে এসেছিলেন।
ভিনিসিয়াস টোবিয়াসের কী হয়েছিল?
ভিনিসিয়াস টোবিয়াস রিয়াল মাদ্রিদ ছেড়ে শাখতার দোনেস্কে ফিরে যাচ্ছেন। কারণ এতদিন তিনি লোনে রিয়াল মাদ্রিদে খেলতে গিয়েচিলেন। মেয়াদ শেষ হওয়ায় আগের ক্লাবে ফিরে যাচ্ছেন।
টোবিয়াস আলোচনায় এসেছেন মূলত অন্য কারণে। তার নিজের সন্তানের নামে নিজের হাতে ট্যাটু একেছিলেন, এরপর জানা যায় সন্তান অন্য কারো। মানে তার বউ তাকে চিট করেছে।
ভিনিসিয়াস টোবিয়াস
মাত্র ২০ বছর বয়সী এই ফুটবলার ব্রাজিলের প্রায় সব বয়সভিত্তিক দলেই খেলেছেন। তার বউয়ের নাম ইনগ্রিড লিমা, আর, যে মেয়ের নামে ট্যাটু একেছিলেন তার নাম মাইতে। মাইতেকে স্বাগত জানাতেই বাবা হিসেবে মেয়ের ট্যাটু হাতে একে মাঠে ফুটবল খেলতে নামতেন।
ডিএনএ টেস্টে ধরা পড়ে টোবিয়াস তার সন্তানের পিতা নন। ব্রাজিলিয়ান মিডিয়া অবশ্য এক কাঠি সরেস, তারা ধারণা করছে, একজন আছাই ডেলিভারি ম্যান মাইতের বাবা। আছাই (Açaí palm) হচ্ছে, খেজুরের মতো এক ধরণের ফল। সুস্বাদু এই ফল সবচেয়ে বেশী উৎপাদিত হয় ব্রাজিলে।
দেখুনঃ কে সেরা মেসি নাকি রোনালদো?
