0
আমার মনের কথা কাকে বলব খুঁজে পাইনা। শেষ পর্যন্ত একদিন একজনকে খুঁজে পেলেন। তাকে খুলে মনের কথা বললাম।কিন্তু সে শুনলনা। সে বলল, তোমার কথা শোনার মত টাইম এখন আমার হাতে নেই। সে চলে গেল।এখন আমি মনের কথা কাকে বলব খুঁজে ফিরছি।এমন কেউ কি আছ যে আমার মনের কথা শুনতে পার?যদি না থাক তাহলে তোমার সৃষ্টি হয়েছে কেন? আমার সৃষ্টি হয়েছে ঈশ্বরের পূজা দেওয়ার জন্য। তাহলে তুমি ঈশ্বরের পূজা নিয়েই বসে থাক।

0