0
কত ভালবাসি আমি তোমাকে তা কি তুমি জান? জানি জাননা।তাইতো তুমি হাসছ,খাচছ, দাচছ, ঘুমাচ্ছ। যদি জানতে আমি তোমাকে কত ভালবাসি পাগল হয়ে যেতে, স্রেফ পাগল।
আজ তোমাকে আমি একটি ফুল পাঠাচ্ছি, এটি তুমি মনের জানালায় বেঁধে রেখো। যখন মন চায় খুলে দেখো।

0