0
ময়ূর থাকে যদি
মোঃ রুহুল আমিন
রাজ্যের রানি রাজভবনে
ময়ূরপঙ্খী পোষে,
ঝাপটে মেরে ময়ূর ডানায়
সাপের মত ফোঁসে।
রাজ ভবনে ময়ূর পোষে
দিলো তাকে দানা,
রাজ্যের রানির হুকুম পেয়ে
দিচ্ছে প্রজার হানা।
ভাতের দানা পেয়ে ময়ূর
আসছে ওঁরা তেড়ে,
রাজ্যের রানির হুকুম পেয়ে
ফেলছে প্রজা মেরে।
প্রজার ধনে ময়ূর পোষে
রাখছে টিকে গদি,
কে ঠেকাবে রাজ্যের রানির
ময়ূর থাকে যদি।
ময়ূরগুলো পোষ মেনেছে
ভাতের দানা পেয়ে,
প্রজার মরণ দেখছে রানি
খুশির ছলে চেয়ে।
0