0
কত হাজার কোটি টাকা হলে তুমি আমার হবে? এক লক্ষ দশ হাজার কোটি টাকা।
এত টাকাতো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়?
তাহলে তুমি বসে বসে মশা মার।
মশা মারাতো আমার কাজ নয়।
তাহলে তুমি আঙুল চোষ।
না সেটাও আমার কাজ নয়।
তাহলে তুমি মরে যাও।
মরে গেলে তোমাকে কে পাবে?
কেউ পাবার দরকার নেই।
তাহলে তুমি বেঁচে থাক।
0