0
মাছ চাষে গড়বো দেশ
মোঃ রুহুল আমিন
মাছ চাষে গড়ি মোরা
আমাদের দেশ,
মিলেমিশে রবো দেশে
মোরা যেন বেশ।
মাছে ভাতে বাঙালি যে
মোরা সেই জাতি,
মাছ ধরি খালে বিলে
করি মাতা-মাতি,
ইলিশ যে স্বাধে ভরা
মাছের সে রাজা,
খেতে ভারী কতো মজা
পেলে ভাই ভাজা।
কতো শত মাছ জানি
মোদের এ দেশে,
মাছ ধরি খালে বিলে
পাগলের বেশে।
মাছ চাষে আয় করে
রোজগার করি,
মিলেমিশে এক সাথে
দেশটা কে গড়ি।
0
চমৎকার লেখা
ভালো লিখেছেন কবি