মাছ চাষে গড়বো দেশ

0
মাছ চাষে গড়বো দেশ
মোঃ রুহুল আমিন
মাছ চাষে গড়ি মোরা
আমাদের দেশ,
মিলেমিশে রবো দেশে
মোরা যেন বেশ।
মাছে ভাতে বাঙালি যে
মোরা সেই জাতি,
মাছ ধরি খালে বিলে
করি মাতা-মাতি,
ইলিশ যে স্বাধে ভরা
মাছের সে রাজা,
খেতে ভারী কতো মজা
পেলে ভাই ভাজা।
কতো শত মাছ জানি
মোদের এ দেশে,
মাছ ধরি খালে বিলে
পাগলের বেশে।
মাছ চাষে আয় করে
রোজগার করি,
মিলেমিশে এক সাথে
দেশটা কে গড়ি।

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

2 Replies to “মাছ চাষে গড়বো দেশ”

Leave a Reply