0
মা আমার, মাটি আমার, দেশ আমার ; কে বলেছিলেন?
ডঃ ইমদাদুন্নবী।
কেন বলেছিলেন?
তিনি তার দেশ’ অনেক ভালবাসতেন
আমরাও আমাদের দেশ’ অনেক ভালবাসি ; তুমি আমাদের কি দেবে?
আমার দেওয়ার মত কিছু নেই।
তাহলে তুমি মা হলে কিভাবে?
আমি ক্ষুধা পেলে পেটে অন্ন যোগাই, গরমকালে শীত আর শীতকালে গরম এর সন্ধান দেই, যার থাকার কোন আশ্রয় নেই তাকে আশ্রয় দান করি, পিপাসিতর কাছে পানি হিসেবে উপস্থাপিত হই, কেউ যদি রাস্তার ধারে বেড়াতে গিয়ে হঠাৎ ধাক্কা খায় আমি তাকে বুকে টেনে লই।
তাহলে তুমি মা হলেনা কি করে?
আমি যদি মা হই তাহলে মা হবে কে?
কেন?
মায়েরা শুধু আশ্রয় দেয় কিন্তু বলেনা আশ্রয়ধাত্রী

0