0
তুমি কি এমন কাউকে ভালবেসেছ যে তোমাকে ভালবাসেনা? না।তাহলে আমি তোমাকে ভালবাসি, তুমি আমাকে ভালবাস? না, আমি তোমাকে ভালবাসবনা। কেন? তোমার ভালবাসায় খাদ আছে। সে খাদ’ কি? তোমার ভালবসায় কি যেন এক পিঁপড়ে সারাক্ষণ কিলবিল করে। তুমি কখন তাকে কিলবিল করতে দেখেছ? গতরাত ঠিক সাড়ে নয়টা’……।
আচ্ছা ঠিক আছে আমি সে পিঁপড়ে মেরে ফেলব; এবার বল আমাকে ভালবাসবে কিনা। হ্যাঁ বাসব। অনেককিছুইতো হল, এবার বল আমাকে কি দেবে? আমার মাথার সিঁথি তোমায় দিয়ে দিলাম।

0
ভালো লাগছে