মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন,
একেকটি মুখ, একেকটি গল্প,
চোখের কোণে লুকানো ব্যথা,
হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস।
আমি দেখি, তবু কতটা দেখি?
তাদের চাহনির গভীরে কি
কখনো প্রবেশ করি?
শহরের গলি থেকে গৃহের অন্ধকার—
সবখানে জ্বলে মানুষের জীবন।
কেউ লড়ছে, কেউ হার মানছে,
কেউ আবার গড়ে নিচ্ছে নতুন স্বপ্ন।
তাদের পায়ের নিচে মাটি,
তাদের মাথার ওপর আকাশ—
তবুও, কত অদৃশ্য দেয়াল
তাদের পথ আটকায়।
আমি তাদের গল্প শুনতে চাই,
তাদের ব্যথা বুঝতে চাই।
কেউ ভিক্ষার থালা নিয়ে দাঁড়ায়,
কেউ স্বপ্নের চিঠি হাতে
অন্ধকারে হাঁটে।
আমি কি তাদের পাশে দাঁড়াই?
না কি, পাশ কাটিয়ে চলে যাই?
মানুষ তো একেকটি আয়না,
আমারই মুখ দেখায়।
তাদের হাসি, তাদের কান্না—
সব আমারই প্রতিচ্ছবি।
তাদের দুঃখে আমি কি শিহরিত হই?
তাদের সুখে কি আমার হৃদয় ভরে?
মানুষের মাঝেই খুঁজে পাই
মানবতার চিরন্তন স্পর্শ।
তাদের হাতে হাত রেখে শিখি,
জীবন শুধু নিজের নয়—
জীবন বয়ে আনে সবার ঋণ।
মানুষের হৃদয়ে জ্বালিয়ে দাও আলো,
যেন
প্রতিটি গল্পে
ভালোবাসার পথ খুঁজে পাই।