0
মানুষ হয়ে যে মানুষকে ভালবাসেনা সে কি মানুষ?
না, সে মানুষ নয়।সে অমানুষ।
তাহলে?
আমাদের সারাক্ষণ মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। কারন, মানুষ হতে না পারলে যে আমরা অমানুষ হয়ে রব।

0
মানুষ হয়ে যে মানুষকে ভালবাসেনা সে কি মানুষ?
না, সে মানুষ নয়।সে অমানুষ।
তাহলে?
আমাদের সারাক্ষণ মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। কারন, মানুষ হতে না পারলে যে আমরা অমানুষ হয়ে রব।
আমার জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিম বড়ালী গ্রামের সর্দার বাড়ি।আমার আসল নাম, মোঃ আরিফ হোসেন সর্দার। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি।বর্তমানে ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।