0
মা একদিন কমলকে ডেকে বললেন, আচ্ছা কমল তুই আমাকে কত ভালবাসিস?
কমল বললেন, এত ভালবাসি যে সে কথা মুখে বলে বোঝানো যাবেনা।
মা বললেন, সেটা কেমন একটু বুঝিয়ে বলত।
সাথেই সাথেই কমল মায়ের গলা চেপে ধরলেন।ধরে বললেন, তুমি যদি মরে যাও আমিও মরে যাব।
মা বললেন, তাহলে তো তুই আমাকে অনেক ভালবাসিস্।
এবার কমল বললেন, তুমি আমাকে কত ভালবাস?
মা বললেন, এত ভালবাসি যে সেটা পৃথিবীর কোন কিছু দিয়ে পরিমাপ করা সম্ভব নয়।
কমল বললেন, সেটা কেমন?
মা বললেন, এই ধর তুই পানিতে ঝাঁপ দিলি, আমিও পানিতে ঝাঁপ দেব। তুই ফিরবি কি ফিরবিনা তা আমি জানিনা।তারপরও আমি পানিতে ঝাঁপ দেব।
কমল বললেন, এজন্যইতো তুমি মা।
0