খোদার পরে মা। সেই মাকে আমি ভালবাসি। মা একদিন বলল, যা তো সাগরের পাড় থেকে এক কলসী পানি নিয়ে আয়।আমি সাগরের পাড় থেকে এক কলসী পানি নিয়ে আসলাম।মা আমাকে অনেক ভালবাসল।মা একদিন বলল, যা তো সাগরের পাড়ে একটি চোরা কাঁটা সাপ আছে সেটা ধরে নিয়ে আয়।আমি বললাম, সেটা আমি ধরব কি করে? মা বলল, যে করেই হোক ধরতে হবে। বললাম, না, আমার পক্ষে সেটি সম্ভব নয়। সেই থেকে মা আমাকে দেখতে পারেনা।এখন মা আমাকে দেখলেই দূরে দূরে থাকে। একদিন বললাম, তুমি দূরে দূরে থাক কেন? বলল, তুই আমার কথা রাখসনা।বললাম, যেটা সম্ভব না সে কথা রাখব কি করে? বলল, তোকে যে করেই হোক আমার কথা রাখতে হবে। বললাম, তোমার আসননা খোদার পরে? বলল, খোদার পরেটরে বুঝিনা আমার কথা তোকে রাখতে হবে। সেই থেকে মাকে আমি দেখতে পারিনা।মাকে দেখলেই আমার ঘিন্না লাগে। আপনারাই বলেন, এমন মা কি কারো দরকার আছে? এমন মা থাকার চেয়ে না থাকা ভালনা?
