মা (১৬)

0

খোদার পরে মা। সেই মাকে আমি ভালবাসি। মা একদিন বলল, যা তো সাগরের পাড় থেকে এক কলসী পানি নিয়ে আয়।আমি সাগরের পাড় থেকে এক কলসী পানি নিয়ে আসলাম।মা আমাকে অনেক ভালবাসল।মা একদিন বলল, যা তো সাগরের পাড়ে একটি চোরা কাঁটা সাপ আছে সেটা ধরে নিয়ে আয়।আমি বললাম, সেটা আমি ধরব কি করে?  মা বলল, যে করেই হোক ধরতে হবে। বললাম, না, আমার পক্ষে সেটি সম্ভব নয়। সেই থেকে মা আমাকে দেখতে পারেনা।এখন মা আমাকে দেখলেই দূরে দূরে থাকে। একদিন বললাম, তুমি দূরে দূরে থাক কেন?  বলল, তুই আমার কথা রাখসনা।বললাম, যেটা সম্ভব না সে কথা রাখব কি করে?  বলল, তোকে যে করেই হোক আমার কথা রাখতে হবে। বললাম, তোমার আসননা খোদার পরে? বলল, খোদার পরেটরে বুঝিনা আমার কথা তোকে রাখতে হবে। সেই থেকে মাকে আমি দেখতে পারিনা।মাকে দেখলেই আমার ঘিন্না লাগে। আপনারাই বলেন, এমন মা কি কারো দরকার আছে?  এমন মা থাকার চেয়ে না থাকা ভালনা?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার, নীলক্ষেত, ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

  আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন

Leave a Reply