0
আজ আমি কি করব?
আজ আমি শুধু কাঁদব।
কেন?
আজ আমার মা মারা গেছে।
এমন কোন দেশ আছে যেথায় গেলে মনের দুঃখ দূর হয়?
না, এমন কোন দেশ নাই।
তাহলে আজ আমি সারাক্ষণ শুধু কাঁদব।
আজ আর কেউ কাঁদে?
না আজ আর কেউ কাঁদেনা, আজ আর কারো মা মারা যায়নি।
তাহলে আজ আমি সারাক্ষণ শুধু কাঁদতেই থাকব।
0