0
কতকাল আগে মা মারা গিয়েছেন?
প্রায় দশ বছর আগে।
এই দশ বছরে কি হয়েছে?
মায়ের শোক দূরীভূত হয়েছে।
আসলে মায়ের শোক কি দূরীভূত হয়?
না, খানিকটা ভুলে থাকা যায়।
তাহলে কি করতে হবে?
মাকে তোয়াফ করতে হবে।
এমন মা কোথায় পাবে যে তার মাকে তোয়াফ না করে পারেনা?
0