মা- ৬

0

একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা ঘরে নেই। আমি আমার মাকে খুঁজতে বের হলাম। গিয়ে দেখলাম কোন এক বনের ধারে তিনি বাসন-কোসন মাজছেন।আমি বললাম, তুমি এখানে কেন?  বললেন, এখানে না আসলে আমার ভাল লাগেনা। এখানে যে আমার তৃতীয় সন্তান মারা গিয়েছিল। আমি বললাম আমিতো আছি, আমাকে দেখে তাকে ভুলে থাক। মা বললেন, “তুই বুঝবিনা, এক সন্তানকে দেখে মা আরেক সন্তান ভুলে থাকতে পারেনা”।

সেই থেকে আমার মাকে আমি অনেক ভালবাসি। তার কিছু হলে ওষুধ আগিয়ে দেই, তাকে রোজ রাতে বিছানায় যেতে সাহায্য করি, তাকে না দেখলে আমার ভাল লাগেনা -একথাটি নিয়মিত বলি।এখন সে আমার কথায় উঠে, বসে, খায়, বিশ্রাম নেয়, আমাকে না দেখে থাকতে পারেনা।

মাকে বলি, তুমি কেন আমাকে তোমার তৃতীয় সন্তানের গল্প আগে বলনি?  আগে বললেতো আমি তোমাকে আরো অনেক বেশি ভালবাসতাম। মা বলে, মা কখনও এক সন্তানের গল্প আরেক সন্তানের কাছে করেনা, সব সন্তানই যে তার মা।

“মা বুঝি এমনই হয়।”


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ছোটগল্প:খোকদার বরই গাছ

ছোটগল্প:খোকনদার বরই গাছ মো.রিমেল রহমতপুর গ্রামের সরকারী স্কুলের মাঠের পাশ দিয়ে সোজা একটি রাস্তা গেছে।রাস্তার পূর্ব দিকে খোকনদার বাড়ি।বাড়ির পূর্বদিকে

সুপুরুষ ও কাপুরুষ

ছেলেবেলায় ভালো পড়াশোনায় ছিলো সুমন। তাই এমনিতেই মহিলা মহলের প্রিয় ছিলো সমুন। কিন্তু আজকাল , সুমন পাড়ায় জিমে ঘাম ঝরাচ্ছে।

আমায় দুঃখ দাও আমায় কষ্ট দাও

তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার খেলা খেলছ। জানি আমি, এতে তুমি আনন্দে আছ, তবু আমি তোমায় কিছুই বলি না। কারণ

Leave a Reply