মা- ৬

play icon Listen to this article
0

একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা ঘরে নেই। আমি আমার মাকে খুঁজতে বের হলাম। গিয়ে দেখলাম কোন এক বনের ধারে তিনি বাসন-কোসন মাজছেন।আমি বললাম, তুমি এখানে কেন?  বললেন, এখানে না আসলে আমার ভাল লাগেনা। এখানে যে আমার তৃতীয় সন্তান মারা গিয়েছিল। আমি বললাম আমিতো আছি, আমাকে দেখে তাকে ভুলে থাক। মা বললেন, “তুই বুঝবিনা, এক সন্তানকে দেখে মা আরেক সন্তান ভুলে থাকতে পারেনা”।

সেই থেকে আমার মাকে আমি অনেক ভালবাসি। তার কিছু হলে ওষুধ আগিয়ে দেই, তাকে রোজ রাতে বিছানায় যেতে সাহায্য করি, তাকে না দেখলে আমার ভাল লাগেনা -একথাটি নিয়মিত বলি।এখন সে আমার কথায় উঠে, বসে, খায়, বিশ্রাম নেয়, আমাকে না দেখে থাকতে পারেনা।

মাকে বলি, তুমি কেন আমাকে তোমার তৃতীয় সন্তানের গল্প আগে বলনি?  আগে বললেতো আমি তোমাকে আরো অনেক বেশি ভালবাসতাম। মা বলে, মা কখনও এক সন্তানের গল্প আরেক সন্তানের কাছে করেনা, সব সন্তানই যে তার মা।

“মা বুঝি এমনই হয়।”


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প বিয়ের ফাঁদ আফছানা খানম অথৈ

বিয়ের ফাঁদ আফছানা খানম অথৈ আফজাল শিকদার একজন বড় ব্যবসায়ী। দেশে বিদেশে তার অনেক নাম ডাক।তিনি সমাজে ভালো মানুষ হিসেবে

“রূপকথার গল্পে আমি”-১৪

(১৪) এখন বসন্ত কাল। ফাল্গুন ও চৈত্র এ দু'মাস বসন্ত কাল। বসন্ত কালকে ঋতুরাজ বলা হয়। এ সময় চারদিকে ফুটে

“রূপকথার গল্পে আমি”-১৪

(১৪) এখন বসন্ত কাল। ফাল্গুন ও চৈত্র এ দু'মাস বসন্ত কাল। বসন্ত কালকে ঋতুরাজ বলা হয়। এ সময় চারদিকে ফুটে

গল্প পুতুলের বিয়ে আফছানা খানম অথৈ

পুতুলের বিয়ে আফছানা খানম অথৈ পুতুলের বয়স সবেমাত্র বারোতে পড়েছে।এতটুকুন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে।পুতুলের মা-বাবার আর তর

Leave a Reply