0
সবার আগে কি? মা।সবার পরে কি? মা।
মা কি জিনিস?
মা হল সেই জন যে মা হয়ে বাঁচে।
আজ আমার মায়ের জন্মদিন আজ আমি কি বলব?
মা তুমি দীর্ঘ জীবন লাভ কর, কারন তুমি যে মা।
মা যদি মা হয়ে না বাঁচেন তাহলে কি হবে?
সব মা মরে যাবে।
সবচেয়ে সুন্দর মা আছেন কোথায়? সবচেয়ে সুন্দর মা আছেন ম্যানভিলে।
তিনি সেখানে কি করেন?
তিনি সেখানে মা মা বলে চিৎকার করতেছেন।
আসলে তিনি কি মা?
না, আসলে তিনি মা নন।
তাহলে?
আমি একদিন ম্যানভিল যাব দেখব তিনি কি করেন।যদি আমাকে মা বলে জড়িয়ে ধরেন তাহলে বলব, এতদিনে তুমি মা হয়েছ।
0