মিশরের মানুষী

play icon Listen to this article
0

মিশরের রত্না বানুকে কেউ দেখেছে?  না মিশরের রত্না বানুকে কেউ দেখেনি। যদি কেউ দেখত সে পাগল হয়ে যেত।তার পরনে হাফ প্যান্ট ছিল, মাথায় গোজা তিনটা গোলাপি  ফুল ছিল, সাড়ে সাত ফুট লম্বা চুল ছিল। সে এদিক পানে তাকালে ওদিক পানে চায়না, ওদিক পানে চাইলে এদিক পানে তাকায়না, তার হাতের কব্জি এত লম্বা যে সেখানে সাড়ে ফুট ওজনের ঘড়ি যায়না। সে কাউকে একবার কথা দিলে  তাকে আর কথা না দিয়ে থাকতে পারেনা।তার হাসির ঝলকে পলকে পলকে কত কথা দলকে তা কে ছলকে?                                    যদি হতেম কৃষ্ণচূড়া ফুল                                   হতেম তার কানের দুল                                       কত কথা খুঁজে নিত কূল।

তাকে নাকি একদিন  একজন বলেছিল তুই তুর পাহাড়ের কাছে হাজির হবি, সে নাকি হাজির হয়েছিল সাত পাহাড়ের কাছে। তার নামে নাকি একজনের নাম আছে। সে তাকে বলেছে, তুই এ নাম বদলে নতুন নাম রাখিস।

রত্না বানুকে একদিন নাকি একজন দেখেছিল।সে নাকি বলেছে, তুই আমাকে তিনটি ফুল দিবি।সে নাকি দিয়েছিল সাতটি।

রত্নাবানুর নামে নাকি একটি বিশাল খাম্বা আছে আমি কাল সেটি দেখতে যাব।দেখব সেটি কত লম্বা।

 

এখন কথা হল এই যে মিশরের রত্না বানুর এত প্রশংসা এর বিনিময় কি? এর  বিনিময় এক কোটি রূপি হলে ভাল হয়না? না সেটি  কম হয়ে যায় সেটি  তিন কোটি হোক।

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জুতাপেটা

তোমার নামও সুন্দর আমার নামও সুন্দর। অথচ কে যেন বলছে আমরা সুন্দর নই।এটা কি ঠিক?  এটা ঠিক নয়।তাহলে তাকে কি

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

Leave a Reply