0
সে বলেছে, সে আজ আসবে। সে গান গাইবে।তার গানের সুরে নাকি সব পাগল হয়ে যাবে।
আমি তার অপেক্ষায় আছি;
সে যদি আমাকে একটি নতুন গান শোনায়!
সে আমাকে একটি গান শোনালে আমি কি করব?
আমি তাকে তাকে ৭টি নীড়হারা পাখি উপহার দেব, যে পাখিদের বাসা নেই।
সে যদি এ পাখিদের বন্দী খাঁচায় আটক করে রাখে বলব এদের’ মুক্তো আকাশে ছেড়ে দাও।কারন, পাখিদের মুক্তো আকাশে ছেড়ে না দিলে কোন কাজ হয়না।

0