0
জনমানব—-আর ভূখণ্ড
থাকলে কি’হয় দেশ,
মুখের ভাষা হরণ হইলে
দেশটা হয় যে শেষ।
সার্বভৌম —আর সীমানা
বৈধ সত্ত্বায় রয়,
জনগোষ্ঠীর জন্য সরকার
গঠন করতে হয়।
সরকার গঠন করবে দেশে
দিয়ে সবাই ভোট,
সংবিধানের আইনে আছে
লিখিত সেই নোট।
শাসন নীতি বিচার বিভাগ
মুখাপেক্ষী নয়,
দেশের মানুষ চলতে ফিরতে
পায় না কভু ভয়।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে
চলতে সবাই চায়,
সব নাগরিক সমান সুযোগ
মৌলিক স্বত্ব পায়।

0
ভালো লিখেছেন কবি