মৃত্যু তেমন সত্য

0

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য
পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য
অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য
সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য
গগন, পবন যেমন সত্য
ঈশ্বর যেমন সত্য
মৃত্যু তেমন সত্য।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/৮/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ

#কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ কত গরীব দেখি রোজ না খেয়ে আছে পথেঘাটে পড়ে আছে কেউ নেই কাছে। আপন

রিকশাওয়ালা

গ্ৰামের থেকে কতো মানুষ হচ্ছে শহর মুখে, পেটের দায়ে জীবন তাদের চরম ভাবে দুখে। কোনো ভাবেই রাত যাপনে বস্তির ঘরে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

One Reply to “মৃত্যু তেমন সত্য”

Leave a Reply