মৃত্যু…

0

 

যত উপার্জন, খ্যাতি সম্মান

ধূলাসম এইখানে,

নিশ্চুপ এক কালব্যাধি সে

মৃত্যুর অবদানে।

 

কত কালের কত নবাব, রাজা

শাসক, জমিদার—

মিশে গেছে কালের অতল গর্ভে

খোঁজ কে বা রাখে তার?

 

এক সময় যে প্রতাপে, সুনামে

চলেছে শক্তিধর,

নিভে গেছে সে বাতি উজ্জ্বল

হারিয়েছে যাযাবর।

 

কে জানে কবে কোনদিন কার

মৃত্যুর আসে দিন,

মমতা, আদরের শৃঙ্খল ভেঙ্গে

যেতে হয় বন্ধনহীন।

 

শৈর্য্য, ক্ষমতা, সম্পদ যত

পড়ে থাকে অবহেলে–

চলে যেতে হয় অজানার পথে

সবটুকু কাজ ফেলে।

 

অবধারিত এক সত্যের কাছে

মোরা কত অসহায় !

উবে যায় মিছে স্বপ্ন, বাসনা

আকাঙ্ক্ষা, অভিপ্রায়।

 

প্রেমময় এক সংসার পেতে

কত সুখ আর বৈভব—

আনন্দ খেলা,খেলি সবে মিলে

খুঁজে ফিরি শৈশব।

 

বন্ধন এক প্রীতি মমতায়,

ভুলে থাকি মরনেরে

অনন্তের ডাক আচানক এসে

আলোটুকু নেয় কেড়ে।

 

ডুবে থাকি কত কাজে, অকাজে

নিজেকে ও যাই ভুলে,

একদিন কবে—চলে যেতে হবে

জীবন অস্তাচলে।

 

চাই বা না চাই, কি আসে যায়

যেতে হয় ঐ পার—

মূলধন কিছু আছে কি জমা?

ভেবেছ কি একবার?

 

কতজন গেল দেখি প্রতিদিন

কবে জানি যেতে হয় ,

কত আয়োজন, চারপাশে জমা

পাপ আর অপচয়।

 

চিরজীবনের তরে একদিন

হিসেবের খাতা রেখে,

চিরনিদ্রায় ঘুমাবে এ দেহ

মৃত্যু কালিমা মেখে।

 

শেষ কালে শেষ সময়ে যেন গো

প্রিয়জন থাকে পাশে—

মুখগুলো দেখে চোখ বুঁজি সুখে

বিধাতাকে ভালোবেসে।


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

MD MOINUL ISLAM

Author: MD MOINUL ISLAM

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ বউ হলো আপনজন স্বামী হলো স্বজন, এই দুয়ে মিলে হয় ভালোবাসার বন্ধন। এই বন্ধন

One Reply to “মৃত্যু…”

Leave a Reply