0
মৃত ও জীবিতের মধ্যে পার্থক্য কি? মৃতরা গান গায় জীবিতরা গান গায়না।তাহলে? মৃতরা গান গাইলে জীবিতরা সে গান শোনে।তাহলে? মৃতকে আগে গান গাইতে হবে। তাহলে? মৃতরা কেন সারাক্ষণ গান গায়না, মৃতরা সারাক্ষণ গান গাইলেইতো জীবিতরা শুনত।
মৃতরা গান গায়না কারন তাদের মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে সবাই বলে, “এই তুমি মরছ কেন,এই তুমি মরছ কেন?” তাহলে আমি তাদের সে প্রশ্ন করবনা কারন আমার যে তাদের গান শোনার অনেকদিনের শখ।

0