যাকে কেউ ভালবাসেনা-৪

play icon Listen to this article
0

যাকে কেউ ভালবাসেনা তাকে কি তুমি ভালবাস? না তুমিও ভালবাসনা।তাহলে তার কি করা উচিত?  তার মরে যাওয়া উচিত। মরে গিয়ে কি হবে?  সে কি ভালবাসা পাবে?  না, ভালবাসা পাবেনা।তাহলে তার কি করা উচিত?  তার ভালবাসার সাধনা করা উচিত। সেটা কেমন? যেমন তুর পাহাড়ের কাছে গিয়ে একজন নাকি নিজেকে বিলিয়ে দিয়েছিল, তখন নাকি সে মনের মত ভালবাসা পেয়েছিল।

তাহলে আমিও তুর পাহাড়ের কাছে যাব দেখব ভালবাসা পাওয়া যায় কিনা।

তুর পাহাড়, তুর পাহাড় তুমি কোথায় আছ? আমি তোমার কাছে এসেছি ভালবাসা পাওয়ার জন্য। কি করলে সে ভালবাসা পাওয়া যাবে?  তুমি এখানে বস।বসে তিন দিন তিন রাত ধ্যান কর।আচ্ছা।

তিন দিন তিন রাত তো হল কই ভালবাসা কই?

সে শ্যাম বেনেগাল গেছে বেড়াতে, সে কাল আসবে।

আচ্ছা ঠিক আছে আমি কাল পর্যন্ত অপেক্ষা করি।

কই দিনতো পার হল সে তো আসলনা।

সে আসবে আগামী পরশু।আগামী পরশু তার নানীর বিয়ে।

আচ্ছা আমি আগামী পরশু পর্যন্ত আছি।

কই পরশুতো হল সে তো আসলনা?

সে তার নানীকে নিয়ে ধ্যান কুবের বেড়াতে গেছে। বেড়ানো হলে সে আসবে।

আচ্ছা।

কই দিনতো গেল সে তো আসলনা?

ধ্যান কুবের যাওয়ার পর তার নানীকে এক বাঘ লাফ মেরে খেতে আসছিল।নানী কোন উপায় না দেখে তাকে বাঘের মুখে ছুঁড়ে দিয়ে  দিয়েছে।

তাহলে আমি ভালবাসা পাবনা?

না, পাবানা।পেতে পার যদি তুমি তাকে  বাঘের মুখ থেকে উদ্ধার করতে পার।

বাঘের মুখ থেকে তাকে উদ্ধার করতে গেলে যদি আমাকে খেয়ে ফেলে?

খাইলে খাবে!

তাহলে, এমন ভালবাসা আমার দরকার নাই!

 

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জুতাপেটা

তোমার নামও সুন্দর আমার নামও সুন্দর। অথচ কে যেন বলছে আমরা সুন্দর নই।এটা কি ঠিক?  এটা ঠিক নয়।তাহলে তাকে কি

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

Leave a Reply