0
কোরবানিটা হয়না যেনো
লোক দেখানো ভাই,
প্রভুর খুশির জন্য মুসলিম
কোরবানি দাও তাই।
লোক দেখানো হয় গো যদি
তোমার নিয়ত আজ,
বনের পশু—–জবাই করতে
পাওনা কেনো লাজ।
সমাজে আজ নাম ফুটাতে
পশু জবাই করো,
সঠিক ভাবে দাওনা মাংস
হিমাগারে ভরো।
মাংস গুলো——হিমাগারে
খাচ্ছো উদর পুরে,
দাওনি মাংস গরীব দুখির
গেলো উঠান ঘুরে।
নিয়ত তোমার কেমন ছিলো
পশু জবাই আগে,
কোরবানির ঐ মাংস কেনো
যায়না দুখির ভাগে।
কোরবানি দাও মুসলিম তুমি
নিয়ত গুণে আজ,
প্রভুর কাছে অধিক সম্মান
পরবে মাথায় তাজ।
তাদের পাওনা বুঝিয়ে দাও
সঠিক নিয়ম মেনে,
পশু
জবাই করার আগেই
কোরবানি দাও জেনে।
0
ভালো লিখেছেন কবি