যায় না দুখির ভাগে

0

কোরবানিটা হয়না যেনো

লোক দেখানো ভাই,

প্রভুর খুশির জন্য মুসলিম

কোরবানি দাও তাই।

লোক দেখানো হয় গো যদি

তোমার নিয়ত আজ,

বনের পশু—–জবাই করতে

পাওনা কেনো লাজ।

সমাজে আজ নাম ফুটাতে

পশু জবাই করো,

সঠিক ভাবে  দাওনা মাংস

হিমাগারে  ভরো।

মাংস গুলো——হিমাগারে

খাচ্ছো উদর পুরে,

দাওনি  মাংস  গরীব  দুখির

গেলো উঠান ঘুরে।

নিয়ত তোমার কেমন ছিলো

পশু জবাই আগে,

কোরবানির ঐ মাংস কেনো

যায়না দুখির ভাগে।

কোরবানি দাও মুসলিম তুমি

 নিয়ত গুণে আজ,

প্রভুর কাছে অধিক সম্মান

পরবে মাথায় তাজ।

তাদের পাওনা বুঝিয়ে দাও

সঠিক নিয়ম মেনে,

পশু

জবাই করার আগেই

কোরবানি দাও জেনে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রিলেশন আফছানা খানম অথৈ

রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা

বাংলার বল

মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

One Reply to “যায় না দুখির ভাগে”

Leave a Reply