ধর একটি ফুল দুই বার ফোটে, তুমি ফুটলে তিনবার তখন আমি কি বলব? আমার রক্তজবা তিনবার ফুটেছে। কিন্তু তুমি কি তিনবার ফুটেছ? না, তুমি একবারও ফোটনি।তাহলে আমি কি বলব? আমার রক্তজবায় কোন রক্ত নেই।তাহলে? তুমি কি এমন কোন রক্তজবা হয়ে বাঁচতে চাও? যদি না চাও তাহলে মনের মত রক্তজবা হয়ে যাও।
না, আমি এমন কোন রক্তজবা হবনা।তাহলে তুমি সে রক্তজবা হয়েই বাঁচ।
এবার বল তুমি যদি রক্তহীন রক্তজবা হয়ে বাঁচ তাহলে তুমি কি পাবে? তুমি পাবে সোনা, রূপা, হীরের থাল, দামী সিংহের গায়ের ছাল।শুধু পাবেনা কি? আমার দেওয়া তিন হাজার কোটি টাকার প্রাসাদ প্রতীম বাড়ি। না, আমার প্রাসাদ প্রতীম বাড়ির দরকার নেই। প্রাসাদ প্রতীম বাড়ি’ না পেলে কি হবে? তুমি সকাল সন্ধ্যা পায়চারি করতে পারবেনা।
পায়চারি না করলে আমি বাঁচব কিভাবে? তাহলে তুমি রক্তময় রক্তজবা হয়ে যাও। আচ্ছা হলাম।এতদিনে তুমি রক্তজবার রক্ত রক্ত রক্ত বললে।