0
যার জন্য আমি রক্ত দিয়েছি সে আমার জন্য রক্ত দেয়নি। একদিন বললাম, তুমি আমার জন্য রক্ত দিলেনা কেন? বলল, আমার শরীরে তো রক্ত নেই। আমি কেটে দেখলাম তার শরীরে আসলেই রক্ত নেই। এখন আমি তার জন্য কি করব?
সে যদি বলে তোমার শরীর থেকে এক বোতল রক্ত দাও, আমি দেব।কিন্তু সে আমার শরীর থেকে এক বোতল রক্ত নিতে রাজি নয়।রক্তের কথা যতই বলি সে রাগ করে, তাহলে আমার শরীরে রক্ত এল কি করতে!
আমার মন চায় আমি আমার সব রক্ত ত্যাগ করি।কিন্তু রক্ত ত্যাগ করলে আমি বাঁচব কি?

0