0
ধর একদিন তোমার কেউ ছিলনাঃ মা ছিলনা, বাপ ছিলনা, ভাই ছিলনা, বোন ছিলনা,একটু মিষ্টি ভাষায় কথা বলবে সে মানুষ ছিলনা; তাহলে তোমার কেমন লাগবে? অনেক খারাপ লাগবে। আজ তুমি সে মানুষ পেলে তোমার কেমন লাগবে? অনেক ভাল লাগবে; তুমি বলবে, এ মানুষইতো আমি চেয়েছিলাম।
আমি তোমার তেমন একজন মানুষ, তুমি আমাকে কি দেবে?
তুমি যদি আমাকে হাস্নাহেনা’ ফুল দাও তাহলে কম হয়ে যায়না? তুমি আমাকে রাফলেসিয়া দাও।
হ্যাঁ, হ্যাঁ দেব, তবে তোমাকে একটু লাল আয়নার সামনে দাঁড়াতে হবে।
আচ্ছা দাঁড়ালাম।
ধর আমার খোঁপা থেকে খুলে রাফলেসিয়া দিচ্ছি।
দাও হাতে দাও
ধর নাও।
এতক্ষণে রাফলেসিয়া রাফলেসিয়া হয়ে উঠল।
0