0
গতকালও শুক্রবার ছিল, আজও শুক্রবার। অথচ আজ কেউ ভালবাসেনা। কেন এমন? মনে হয় আজ’ শুক্রবারের কোন রং নেই। এমন একটি শুক্রবার কেন এল?
তুমি আমায় বল তুমি আমাকে সে শুক্রবার দিবে কিনা।যদি দাও তাহলে বলব, শুক্রবার তার শুক্রবার’ খুঁজে পেয়েছে। না,না আমি সে শুক্রবার দিতে পারবনা।তাহলে, কোন শুক্রবারের অস্তিত্ব নেই।
এবার বল এমন একটি শুক্রবার বার বার আসে কেন? তুমি মনে হয় আমার নাম নিয়ে নতুন গল্প করেছ।সে গল্প নিপাত যাক্; তুমি আর ও গল্প করনা।
এবার বল সব গল্প যদি নিপাত যায় তাহলে গল্পের মা’র কি হবে? গল্পের মা’র গল্প বলে কোন গল্প থাকবেনা।তাহলে কোন গল্পই যেন গল্প খুঁজে না পায়।
0