0
রূপে ধার্মিক বেশ
মোঃ রুহুল আমিন
মুসলিম হলে মুমিন হওনি
আশি বছর শেষ,
সঠিক পাওনা দিতে চাওনা
রূপে ধার্মিক বেশ।
গায়ের জোরে ভক্ষণ করো
নিয়ম ভেঙে আজ,
বেশভূষায় যে রাখছো ঠিকই
ঈমানী ওই সাজ।
ভাবে আজকে গায়ের জোরে
করবে নিজে ভোগ,
শেষ বয়সে পেয়ে বসে
মানহানির ওই রোগ।
সম্মান যাবে সম্পদ যাবে
আরো যাবেই মান,
অর্থের ধারা সম্পদ কেনা
নয়তো কারোর দান।
সত্যর পাশে থাকবে সবাই
হয়তো জ্ঞানী জন,
বিবেকহীন আজ নয়তো জাতি
আছে তাদের মন।
সময় থাকতে বুঝলে জানি
পাবে সঠিক দাম,
সম্মান থাকবে ঈমান গুণেই
থাকবে খ্যাতি নাম।
সম্মান করলে দুর্বল ভাবে
ভুলের মধ্যে রয়,
মানের মানটা রাখতে তাদের
নেইতো কোনো ভয়।
শক্তের ভক্ত নরমের যম
এই সমাজে আজ,
সঠিক জবাব দিতে হয়তো
নেই তো কোনো লাজ।
আরো পড়ুন-
- জর্জিয়ার ধর্ম
- উল্কাপাত কেন হয়?
- পত্রিকায় প্রবন্ধ লেখার নিয়ম
- রকমারি ডট কম
- ডোমেইন নেম কেন ব্যাবহার করা হয়?
0