0
রোজার মাসে মুমিনগণে
রাখে তিরিশ রোজা,
ঈমান আমল মজবুত করে
হবে সরল সোজা।
রোজার সাথে ক্ষুধার মন্দা
আন্দাজ যেন করে,
পাপ মোচনে নাজাত পেতে
চাচ্ছে প্রভুর তরে।
উত্তম ভাবে রোজা নামাজ
করে মুমিন বান্দা,
ঈমান মজবুত করতে সবে
বন্ধ রাখছে ধান্দা।
রোজার মাসে মহান প্রভু
শয়তান রাখে বন্দি.
মুসলিমগণে রোজা রাখলে
জান্নাতে হয় সন্ধি।
রোজার মাসে পাপের থেকে
মুসলিম থাকে মুক্ত,
নেকির পাল্লা ভারি করতে
নিজ কে করে যুক্ত।

0