0
পৃথিবীতে কয়টি ফুল আছে?
পৃথিবীতে একটি ফুলও নেই। কারন, তুমি সবচেয়ে সুন্দর ফুল।
সে ফুল আমাকে ভালবাসি বললে আমি একটি ফুল দখতে যেতাম যে ফুলের নাম লক্ষীফুল।
সে ফুল বার বার হাসত।
আমি বলতাম, তুমি সত্যিই লক্ষী ফুল।
সে বলত, লক্ষী ফুল হওয়া এত সহজ কথা নয়।
আমি বলতাম, তুমি তো লক্ষী।
সে বলত, লক্ষী হয়েছি শুধু তোমার কারনে।
আমি বলতাম, বার বার এমন লক্ষী হও।
সে বলত, তুমি থাকলে সবই সম্ভব।

0