0
ধর কোনদিন তুমি মানুষ ছিলেনা আজ তুমি মানুষ হলে তাহলে তোমার কেমন লাগবে? নিশ্চয়ই অনেক আনন্দ লাগবে ; হঠাৎ করে মানুষ হওয়া -এটাতো বিশাল আনন্দের বিষয়। আজ আমাদের পাড়ার লক্ষ্মণ সেন যে নাকি একটি বিড়াল মেরে ফেলেছিল নাকি মানুষ হয়েছে তাহলে তার আনন্দ কত? নিশ্চয়ই রাশি রাশি আনন্দ। আমি দেখতে যাব দেখব সে কি করে। যদি বিড়ালের পাতে ভাত দেয় তাহলে বলব, তুমি এত বড় মানুষ হবে আমি কল্পনাও করতে পারিনি।
এখন কথা হল সে কি বিড়ালে পাতে ভাত দেবে? নিশ্চয়ই দেবে। কারন, তার দাদা লক্ষ্মণ সেনও নাকি অনেক বড় মানুষ ছিল।

0
নাইছ
ধন্যবাদ। শুভেচ্ছা।