0
তুমি যদি কোনদিন দেখ কেউ তোমাকে ভালবাসেনা তখন তোমার কি মনে হবে? এ পৃথিবী ছেড়ে চলে যাই।কিন্তু তুমি কি যাবে? যাবেনা।কারন, পৃথিবী ছেড়ে চলে গেলে কি হবে! তার মানে? সবাই একটি লাভের প্রত্যাশা করে।
এবার বল, তুমি আমার সে লাভ কিনা ; যদি না হও তাহলেতো মরনই ভাল।
না, না আমি তোমার সে লাভ।
তাহলে আমি বেঁচে থাকি।
এবার বল সে লাভ কতদিন লাভ হিসেবে থাকবে?
প্রায় হাজার বছর।
তাহলে আমি যেন এক হাজার বছর বাঁচি।
এবার বল সে লাভ নিয়ে কেউ কবিতা লিখেছে কিনা?
না কবিতা লিখেনি
তাহলে আর বেঁচে থেকে কি হবে!

0