0
লাল গোলাপ ফুল দেখলে কে না হাসে?
লাল গোলাপ ফুল দেখলে সবাই হাসে।
আমাকে একদিন একজন একটি লাল গোলাপ ফুল দিয়েছিল, আমি তাকে ভুলতে পারিনা।
আজ আবার একজন একটি লাল গোলাপ ফুল দিল, আমি তাকে কেমন করে ভুলব?
এমনি করে চিরদিন আমি লাল গোলাপ ফুল পেতে চাই।
লাল গোলাপ ফুল দিলে কি হয়?
লাল গোলাপ ফুল দিলে আকাশের রং আরো লাল হয়ে যায়।
সে লাল কতটা লাল সেটাই ভাবছি।
লাল গোলাপ ফুল নিয়ে সাধনা করতে করতে মরে গেছেন কে?
অনামিকা সেন।
আমিও লাল গোলাপ ফুল নিয়ে সাধনা করতে করতে মরতে চাই।
কেউ যদি আমাকে একটি অনেক লাল গোলাপ ফুল দিত!
সে কি আমাকে একটি অনেক লাল গোলাপ ফুল দিয়েছিল?
না, সে আমাকে একটি অনেক লাল গোলাপ ফুল দেয়নি।
তাইতো তাকে আমি ভুলে গেছি।
এমন কেউ কি আছে যে আমাকে একটি অনেক লাল গোলাপ ফুল দিবে?

0