দেখ দেখ ফুলটি ফুটে রয়েছে। তাতে কি হয়েছে? ফুলটি অনেক সুন্দর। এ ফুল দিয়ে তুমি কি করবে? মালা গাঁথব। মালা গেঁথে কি করবে? তোমাকে দেব।কেন? আমি অনেক সুন্দর? হ্যাঁ।তাহলে এখনই দাও।না এখন দাওয়া সম্ভব নয়? এখন দিলে তুমি কাঁদবে। কাঁদব কেন? অনামিকা নাকি একজনকে একটি ফুল দিয়েছিল সে নাকি তখন কেঁদেছিল? কেন তার গলায় নাকি মুক্তোর হার ছিলনা।’মুক্তোর হার ছিলনা তো কি হয়েছে? তুমি এখন দাও’।না এখন দেবনা।তাহলে কাল সকালে আমি একটি মুক্তোর হার কিনব। মুক্তোর হার’ যেন বেশি দামা হয়।আচ্ছা বেশি দামাই কিনব, দাও।না দেওয়া সম্ভব নয়, যখন কিনবে তখন দেব।তাহলে তুমি তোমার মুক্তোর হার নিয়েই থাক।আমি কি তোমাকে মুক্তোর হার এর কথা বলেছি? আমি বলেছি তোমার নাকের বাম হাড় অনেক বাঁকা।আচ্ছা বাম হাড় সোজা করে নিলাম!এই এতক্ষণে তুমি মুক্তোর হার চিনলে!
মুক্তোর হার তো হল এবার তুমি আমার কানে কি দুল পরাবে বল।আমি পরাব আফ্রিকান হরিণী’র লাল শিং। আচ্ছা সেটাই পরাও! এতক্ষণে তুমি মুক্তোর হার ভাল করে চিনলে!