যদি বলি, ভলবাসি ভুল হবে? না, ভুল হবেনা, কারন, আমি তো তোমাকে ভালবাসিই।এত বেশি ভালবাসি যে ভালবাসার কোন শেষ নেই। অথচ আজ তুমি আমাকে একটুও ভালবাসি বললেনা, এই ভালবাসা আমি কি করব! ধনীর ধনাঢ্যতা ফুরিয়ে যায়, ফুরিয়ে যায় গরীবের দারিদ্র্যতা।অথচ তোমার প্রতি আমার ভালবাসা একটুও ফুরায়না।এই ভালবাসার কারন কি? আমি মনে হয় শত সহস্র বছর আগে তোমাকে ভালবাসি বলেছিলাম, যেদিন ক্লিওপেট্রা অ্যান্টনির জন্য জীবন দিয়েছিল, আমি মনে হয় তোমাকে ভলবাসি বলেছিলাম যেদিন একটুকু পানির জন্য এজিদের পাঞ্জায় চুরি চলেছিল।আজ তুমি আমার সেই ভালবাসা অস্বীকার করছ।কেন এত নেমকহারাম হলে! আমি কি তোমার দুখের দিনে সুখের সাথী হইনি, আমি কি বুকে মাথা রেখে একটুকু স্বস্তির নিঃশ্বাস নেইনি!
সেই যাইহোক এই ভালবাসা অটুট থাকবে।যদি মিশরের কাফেরেরা আবার জেগে উঠে, যদি ফারাও’ আবার বলে আমি একবার দুনিয়ার মুখ দেখতে চাই তারপরও এই ভালবাসা অটুট থাকবে।
সারাদিন বৃষ্টি হল অথচ কোন মেঘ হলনা।মানে – মেঘ ছাড়াই বৃষ্টি হল।তুমি এমন কোন ভালবাসা দিয়োনা যা মেঘ ছাড়া বৃষ্টি। আমি তোমার কাছে নিখাদ ভালবাসা চাই।
তুমি শুধু একবার বোলো ভালবাসি আমি হাজার বার মরব।এই মরার জন্যই যে আমার সৃষ্টি হয়েছে। কেউ কি তার আপনজন’ ফেলে মরতে পারে? পারেনা।তাইতো আমি মরব। এমনভাবে মরব দেখাও পাবেনা।
লাশ যখন কবরস্থ করা হবে একজন বলবে এটা কার লাশ এটা কার লাশ? অন্য একজন উত্তর দিবে এটা অমুকের লাশ।এই অমুক’ আমি, তুমি চিনতেও পারবেনা। সারাক্ষণ শুধু হা হুতাশ করবে, আমি চেয়ে চেয়ে কাঁদব।
একদিন যাবে দুদিন যাবে, লাশের পাশে মোমবাতি জ্বালানো হবে। তুমি বলবে, এ লাশ তো আমি। আমি বলব, না এ লাশ আমি, তুমি ভাল করে চেয়ে দেখো।
