লাশ (৪)

0

যদি বলি, ভলবাসি ভুল হবে?  না, ভুল হবেনা, কারন, আমি তো তোমাকে ভালবাসিই।এত বেশি ভালবাসি যে ভালবাসার কোন শেষ নেই। অথচ আজ তুমি আমাকে একটুও ভালবাসি বললেনা, এই ভালবাসা আমি কি করব! ধনীর ধনাঢ্যতা ফুরিয়ে যায়, ফুরিয়ে যায় গরীবের দারিদ্র্যতা।অথচ তোমার প্রতি আমার ভালবাসা একটুও ফুরায়না।এই ভালবাসার কারন কি?  আমি মনে হয় শত সহস্র বছর আগে তোমাকে ভালবাসি বলেছিলাম, যেদিন ক্লিওপেট্রা অ্যান্টনির জন্য জীবন দিয়েছিল, আমি মনে হয় তোমাকে ভলবাসি বলেছিলাম যেদিন একটুকু পানির জন্য এজিদের পাঞ্জায় চুরি চলেছিল।আজ তুমি আমার সেই ভালবাসা অস্বীকার করছ।কেন এত নেমকহারাম হলে! আমি কি তোমার দুখের দিনে সুখের সাথী হইনি, আমি  কি বুকে মাথা রেখে  একটুকু স্বস্তির নিঃশ্বাস নেইনি!

সেই যাইহোক এই ভালবাসা অটুট থাকবে।যদি মিশরের কাফেরেরা আবার জেগে উঠে, যদি ফারাও’ আবার বলে আমি একবার দুনিয়ার মুখ দেখতে চাই তারপরও এই ভালবাসা অটুট থাকবে।

সারাদিন বৃষ্টি হল অথচ কোন মেঘ হলনা।মানে – মেঘ ছাড়াই বৃষ্টি হল।তুমি এমন কোন ভালবাসা দিয়োনা যা মেঘ ছাড়া বৃষ্টি। আমি তোমার কাছে নিখাদ ভালবাসা চাই।

তুমি শুধু একবার বোলো ভালবাসি আমি হাজার বার মরব।এই মরার জন্যই যে আমার সৃষ্টি হয়েছে। কেউ কি তার আপনজন’ ফেলে মরতে পারে?  পারেনা।তাইতো আমি মরব। এমনভাবে মরব দেখাও পাবেনা।

লাশ যখন কবরস্থ করা হবে একজন বলবে এটা কার লাশ এটা কার লাশ? অন্য একজন উত্তর দিবে এটা অমুকের লাশ।এই অমুক’ আমি, তুমি চিনতেও পারবেনা। সারাক্ষণ শুধু হা হুতাশ করবে, আমি চেয়ে চেয়ে কাঁদব।

একদিন যাবে দুদিন যাবে, লাশের পাশে মোমবাতি জ্বালানো হবে। তুমি বলবে, এ লাশ তো আমি। আমি বলব, না এ লাশ আমি, তুমি ভাল করে চেয়ে দেখো।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার নীলক্ষেত ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply