লুসাই গান

বাংলাদেশের একটু ক্ষুদ্র জনগোষ্ঠী লুসাই। এদের বাস বাংলাদেশ, ভারত এবং মায়ানমারে। এরা বর্তমানে খ্রিস্ট ধর্মের অনুসারী, বসবাস লুসাই পাহাড়ের আশেপাশে। বাংলাদেশের লুসাই পাহাড়ের নাম এই জনগোষ্ঠীর নামেই। জনশ্রুতী আছে চীনের রাজা  তার বাবার সাথে মতের অমিলের কারনে মায়ানমারে চলে আসেন এবং বর্তমান মায়ানমার, মিজোরাম(ভারত), চট্টগ্রামে(বাংলাদেশ) রাজত্ব করতে থাকেন। তাদেরই বংশধরেরা এখনকার লুসাই নামের ক্ষুদ্র জনগোষ্ঠী হিসেবে টিকে আছে।

গান তো অনেক শুনলেন এবার বরং লুসাই বাঁশ নৃত্য দিয়ে শেষ করি-

১০ টি আদিবাসী গান শুনুন