শয়তান (৬)

0

যদি কেউ শয়তানকে দেখে নামাজ পড়তে তাহলে সে অবাক হবেনা? অবশ্যই হবে, কারন সে তো শয়তান তার তো অবাক হওয়ার কথানা। অথচ আমি আজ এক শয়তানকে দেখলাম নামাজ পড়তে। এই শয়তান তুই নামাজ পড়ছিস কেন্? আমি তো শয়তান আমি তো নামাজ পড়বই।মানে?  আমি যখন কাউকে আমার পথে আনতে পারিনা তখন আমি নামাজ পড়ি।কেমন? এই যেমন আজকে একজনকে নামাজ থেকে বিরত করতে পারিনি তাই নামাজ পড়লাম।এটা আবার কেমন শয়তানি? হ্যাঁ, এটাই শয়তানি, নিজে ভাল না হলেও অন্যকে ভাল হওয়ার উপদেশ দেওয়া।তাহলে আমি এখন থেকে এ শয়তানি রপ্ত করব।তোমার পক্ষে এ শয়তান হওয়া কোনদিনই সম্ভব নয়। কেন? কারন তুমি কোনদিন আমার গাছতলায় যাওনি।সেখানে গেলে কি হয়? সবাই শয়তান শয়তান বলে জড়িয়ে ধরে তখন সে শয়তান হয়ে যায়। তাহলে আমি এক্ষুনি সে গাছতলায় যাব।সে গাছতলায় যেতে হলে আগে তোমাকে বিষের ছোবলে ফানা ফানা হতে হবে। ফানা ফানা মানে?  কোন এক বিষাক্ত গোখরা কামড় দেবে তাতে যদি তুমি বেঁচে যাও তাহলেই তুমি শয়তান হওয়ার লক্ষ্য পূরণ হবে। আচ্ছা আমি বিষাক্ত গোখরার ছোবল খাব।

গেল বিষাক্ত গোখরার ছোবল খেতে, মারল এক লাথি সে পড়ে গেল, গোখরা গেল মূল শয়তানের গায়ে পড়ে। মূল শয়তান এখন বিষাক্ত গোখরার ছোবল খেয়ে শুধু কাতরাচ্ছে, কখন তার জান চলে যায় আল্লাই জানে।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

Leave a Reply