শয়তান
শয়তানের শয়তানি কেউ দেখেছে?না, শয়তানের শয়তানি কেউ দেখেনি।যদি কেউ দেখত সে নিজেই শয়তান হয়ে যেত।
সে শয়তান কে?সে শয়তান হল আমাদের পাড়ার শয়তান মোহাম্মদ আলী।
সে কি করে?সে দিনরাত শুধু শয়তানি করে।শয়তানি করতে করতে বলে, আমি তোকে মেরেই ফেলব।সে নাকি একদিন একজনকে মেরে ফেলেওছিল।
আমি তার মত হব।না, তার মত হওয়া সম্ভব নয়।
তাহলে আমাকে তার মাস্তুতো ভাই বানিয়ে দাও।যাও আজকে থেকে তুমি তার মাস্তুতো ভাই।
এমন একটি খবর আগে দিবেনা?আগে দিলেতো অনেক আগেই আগেই আমি তার মাস্তুতো ভাই হতাম।
আগে মাস্তুতো ভাই হওয়া সম্ভব হতনা।কারন, সে তখন শয়তানই ছিলনা।সে শয়তান হয়েছে মাত্র এক মাস আগে।
তাহলে একমাস আগে খবর দিতে,একমাস আগে আমি শয়তান হতাম।
চমৎকার
চমৎকার করে সূর্য ওঠে
চমৎকার করে পাখি গায়
চমৎকার করে নদী ছোটে
চমৎকার করে পাতাল ধায়।
শুধু চমৎকার নয় তোমার হাসি। কারন, সে হাসিতে নোনা জল ছড়ানো থাকে।
আমি কোনদিনই নোনাজল ছড়ানো হাসি হাসিনি।
তুমি এতক্ষণে একটি চমৎকার হাসি হাসলে।
মানুষ – ১১
মানুষ হয়ে যে মানুষকে সম্মান করেনা সে কি মানুষ? না, সে অমানুষ।
সে মানুষ কি করে? সারাদিন শুধু ঘাস খায়। সে মানুষকে কি করতে হবে? দশ টন ওজনের কাছি দিয়ে বেঁধে রাখতে হবে। তবেই যদি সে মানুষ হয়।
সে মানুষ কোথায়?
আরো পড়ুন-
