শরতের বার্তা -আবু জাফর মহিউদ্দীন

2

নব্য রূপ ছড়াতে ধরাতে,
শরৎ এসেছে,আজ,
উদয় ভাস্কর , নীল আকাশে
সোনালী রশ্মির সাজ ।

ঋতুর সাথে সাথে বাগানে
এসেছে রং , ক্ষেতে
শেফালী কামিনীও ফুটেছে,
প্রকৃতি সেজেছে নববধূতে।

শুভ্র সকালে শিউলি-বেলি
শরৎ হলো ঋতুর রাণী,
তটিনী তীরে হাসে কাশফুল
অপরূপ রূপে ধরণী।

লেকের শীতল জল ছুঁয়ে
ঝিরঝির বাতাস এসেছে,
বৃষ্টি-রোদের লুকোচুরি
কখনো এ ঋতু খেলছে।

শুভ্র সুগন্ধি সেবন্তী
ছড়িয়েছে নতুন ছায়া,
সব মানুষ খুশি, ঋতুতে
জগতে এনেছে মায়া।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবিতা লিখি, কবিতা ভালোবাসি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

One Reply to “শরতের বার্তা -আবু জাফর মহিউদ্দীন”

Leave a Reply