শরৎ, শরৎ, শরৎ

0

ঐ যে ফুল ফুটছে, ঐ যে পাখি গাইছে, ঐ যে শস্য দানাগুলি তার পাখা মেলছে, ঐ যে নদী’ তার নতুন সুরে বাইছে।

তোমার গায়ে কিসের জামা দেখা যায়?  ঐ লাল শরতের জামা।

তোমার মিষ্টি মিষ্টি হাসিতে তুমি বুঝি রোদ ঝলমল আলোর কথা বলছ।

ঐ যে কৃষাণ তার খড়ের বোঝা মাথায় নিয়ে গাঁয়ে ফিরছে।

হাস্নাহেনা আর রজনী গন্ধার গন্ধে থাকা যাচ্ছেনা। তারা বুঝি নতুন গন্ধের সন্ধান পেয়েছে।

যা আমি বলি তা আমার নয়

আমি যা বলিনা তা আমার হয়।

আজ উঠানে এত কদম চারা কেন? ও কদম বুঝি নতুন করে ফুটছে।

আজ বুঝি বুলবুলির মা চিতই পঠার পায়েস রাঁধছেঃ

কই কই চিতই পিঠা আমায় একটি দিবে কি?

চিতই পিঠার জন্যই মনে হয় আমি বাঁচি।

 

 

টিয়া পাখি টিয়া পাখি টিয়া তুমি কি?

টিয়া যদি না হও তুমি আমি মরেছি।

না না না না আমি হলাম টিয়া পাখির ছাও

টিয়া ছাড়া আমি বল কেমনে বলি যাও

টিয়া পাখি টিয়া পাখি গান গাও কি?

গান না গাইলে আমি টাকা দিয়েছি।

টিয়া পাখির ছা

যা যা দূরে যা

তুই দূরে গেলে না বল্ যায় কি বাঁচা?

টিয়া পাখি টিয়া পাখি টিয়ে দিবে কি?

টিয়ে দিলে যাব আমি সঞ্জিনার বাড়ি

টিয়া পাখি টিয়া পাখি ডিম পেড়ে দে

ডিম নিয়ে যাব আমি কলমীর হাটে।

 

যদি আরেকটি ফুল ফুটত তাহলে কি হত? তাহলে শরৎ মনে হয় তার পূর্ণতা  খুঁজে পেত।সে ফুলটি কবে ফুটবে? আগামী শরতের মে  মাসে।

 

এই যে শরতের এত বন্দনা সেই শরৎ কি আমার হয়েছে?  না, হয়নি; তাইতো আমার এত দুঃখ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কুরবানি

কুরবানিটা করে মুসলিম নিয়ত গুণে ভাই, হালাল টাকায় কেনা পশুর জবাই করে তাই। বিশ্বাস হৃদে ধারণ করে চলে মুসলিম গণ,

সাদা কালো

জুলাইয়ের ওই অভ্যুত্থানে পালিয়ে যায় কালো, ভাবলো সবে দেশটা তবে থাকবে যেন ভালো। দেশের লাগাম ধরবে টেনে আছে যতোই সাদা,

বিজ্ঞাপন

বিজ্ঞাপনে নাম ভাঙিয়ে করে সবার বশ, প্রচার করে প্রসার লাভে ছড়ায় খ্যাতি যশ। বিজ্ঞাপনে চলছে বেড়ে পঁচা পণ্যের মান. নকল

এ আই যুগে

এ আই যুগে কোথাও খুঁজে পাবে নাকো কালো, রূপ পাল্টিয়ে ছড়ায় তবে চাঁদের মত আলো। নিজের দেখে অবাক হয়ে বেজায়

Leave a Reply