0
তোমার মত কেহ নাই
তাইতো আমি তোমায় চাই
তুমি আমার আপনজনা, ভাই, ভাই, ভাই।
যে জন তার আপনজনা ভালবাসে সবচে’ বেশি
তাকে দেখে আমি হাসি, শুধু হাসি
সে যে মোর আপনজনা তাকে ছাড়া কোথা যাই
সে মোর আপনজনা, ভাই, ভাই, ভাই।
যদি দেখি তুমি নাই -অন্ধকারে ছেয়ে গেছে দেশ
কোথাও কিছু নাই, সবকিছু শেষ, শেষ, শেষ, অনিঃশেষ।
এত যে ভালবাসি তার কারন কি
তোমায় আমি চাই গো চাই
বড় আপন করে চাই
এমন করে চাই যা’ কেহ চাহে নাই।

0