1
মুগ্ধ দ্যুতি মনটা ঘোরে সুবাস ঝিলে
সূর্য হলে জ্বলবে তুমি
গাত্র হবে শীতল ভূমি
ইচ্ছে হলে ঘুরতে যাব চরণ বিলে।
বারিৎ হলে তরি হইয়ো লহর ভেসে
সুখ লগনে নিশি তখন
চাঁদিমা ভান এষা তখন
মায়া আলোয় লোহু ক্ষরণ আবেশ ঘেঁষে।
উতল বীচি পৌঁছে দেবে প্রভাত ঘোরে
শুভ্র প্রীতি অমর হবে
অদ্রি তাপে জ্বলন রবে
সিত বিহগ গান শোনাবে মাতম সুরে।
1
(Visited 66 times, 1 visits today)