শুভ্র ভালোবাসা

1

মুগ্ধ দ্যুতি মনটা ঘোরে সুবাস ঝিলে

সূর্য হলে জ্বলবে তুমি

গাত্র হবে শীতল ভূমি

ইচ্ছে হলে ঘুরতে যাব চরণ বিলে।

বারিৎ হলে তরি হইয়ো লহর ভেসে

সুখ লগনে নিশি তখন

চাঁদিমা ভান এষা তখন

মায়া আলোয় লোহু ক্ষরণ আবেশ ঘেঁষে।

উতল বীচি পৌঁছে দেবে প্রভাত ঘোরে

শুভ্র প্রীতি অমর হবে

অদ্রি তাপে জ্বলন রবে

সিত বিহগ গান শোনাবে মাতম সুরে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Qazi Kamrun Nahar

Author: Qazi Kamrun Nahar

I am a writer. Currently I have 22 books published.

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

One Reply to “শুভ্র ভালোবাসা”

Leave a Reply