শোকে কাতর মুসলিম জাতি

play icon Listen to this article
0

শোকে কাতর মুসলিম জাতি
মোঃ রুহুল আমিন

ফোরাত নদীর পানি দেখে
হোসেনের বুক ফাটে,
পানির জন্য হাহাকার আজ
কাতর ফোরাত মাঠে।

দেয়নি তবু পানির ফোঁটা
একটু তাদের মুখে,
খঞ্জর ঝংকার দানব রূপে
আঘাত হানে বুকে।

হোসেন রক্তে ফোরাত নদী
রক্তের বন্যা বয়ে,
বুকের বাছার পানির কাতর
যাচ্ছে হোসেন স’য়ে।

মহরম মাস শহীদের সেই
রক্তে রাঙা দেহ,
ক্যামনে ভুলবে এমন নির্মম
মুসলিম উম্মা কেহ।

আশুরায় যে হারায় মানিক
হোসেন মাতা কাঁদে,
জীবন দিলো নির্মম ভাবে
ইয়াজিদের ফাঁদে।

হোসেনের বুক বর্শা তীরে
দেহ জর্জর করে
মস্তক দেখে ইয়াজিদ তাই
ভীতু হয়ে পরে।

হোসেন ন্যায়ের প্রতীক হয়ে
মুসলিম হৃদে আছে,
মাথা নত ——-করবো না তো
অসত্যের’ই কাছে,

যুগের পরে যুগ যুগ ধরে
স্মরণ করে যাবে,
কারবালার ওই প্রান্তর থেকে
মুসলিম শক্তি পাবে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জুতাপেটা

তোমার নামও সুন্দর আমার নামও সুন্দর। অথচ কে যেন বলছে আমরা সুন্দর নই।এটা কি ঠিক?  এটা ঠিক নয়।তাহলে তাকে কি

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

2 Replies to “শোকে কাতর মুসলিম জাতি”

Leave a Reply