সংগ্রহ করুন গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘

0

গত একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে আমার গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘। বইটিতে মোট একশটির মত কবিতা আছে।বইটির মূল্য ধরা হয়েছে মাত্র একশ’ দশ টাকা।  আপনি ০১৮৮৬৮০০৯৫৮ নম্বরে সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত  কল করে সহজেই বইটি পেতে পারেন  । এছাড়া  হোয়াটসঅ্যাপ ০১৭৭০৭৭২৪৫৭ নম্বরে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত  কল করেও বইটি পেতে পারেন।বই হোক আপনার নিত্যসঙ্গী এই শুভকামনায়……।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নব্যতন্ত্র দেশ

বঙ্গ দেশের জমিন কেনা তাজা রক্ত দিয়ে, সাহস শক্তি অটুট ছিলো কেতন হাতে নিয়ে। বঙ্গ দেশের এই মাটিতে কতো রক্ত

কবিতা ভালোবাসার পরাজয়

কবিতা ভালোবাসার পরাজয় আফছানা খানম অথৈ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তাই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম সর্বদা আর

জুম্মার দিন

জুম্মার দিন মোঃ রুহুল আমিন জুম্মার দিনে একটু আগে কাজ গুছিয়ে নাও, আযান হলে গোসল সেরে মসজিদ ঘরে যাও। প্রথম

কেমন প্রথা নীতি

মানব জাতি ধর্মের জন্যেই ধরায় বুঝি সৃষ্টি, জাতি বিভেদ করছে তবে ভিন্ন ভিন্ন কৃষ্টি। মানব জাতি করে পালন স্বজাতির ঐ

Leave a Reply